মোঃ ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ার সেচ্ছাসেবী সংগঠন সেইফ ব্লাড ডোন্ট সোসাইটি। মানবতার কল্যানে এগিয়ে আসা এক জাগ তরুণ প্রজন্মের অক্লান্ত পরিশ্রমে পরিচালিত হচ্ছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি। আসুন রক্ত দেই জীবন বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে খুব শুনামের সহিত এগিয়ে চলছে সংগঠনটি।আজ সেইফ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে সংগঠনের সদস্য ও ধর্ম প্রাণ রোজা ধারকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়।
তখন উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সানোয়ার হোসেন, সাংবাদিক ফেরদৌস মোল্লা, ফয়ছাল,সাংবাদিক জিহাত,সজিব, শামীম, রায়হান, রাহুল,বনী প্রমুখ।