21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeবরিশালআগৈলঝাড়ায় আরডিও এফএফ দের প্রশিক্ষন অনুষ্ঠিত।

আগৈলঝাড়ায় আরডিও এফএফ দের প্রশিক্ষন অনুষ্ঠিত।

শফিকুল ইসলম।
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় দুই দিন ব্যাপি আরডি ও এফএফদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গৈলা ও রাজিহার ইউনিয়নে কার্প মিশ্র চাষ,পাবদা, শিং,পাংগাস,কার্প গলদা মিশ্র চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপপরিচালক মৎস্য অধিদপ্তর মো.আনিসুর রহমান,জেলা মৎস্য অফিসার মো.আসাদুজ্জামানসহ অন্যনরা।

Most Popular

Recent Comments