শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-
আজ সকাল ১১ ঘটিকায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজার এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় -দু:স্থদের মাঝে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী(চাল ডাল আটা চিনি আলু পেঁয়াজ তৈল সেমাই দুধ সাবান) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাইমুল হক, অধিনায়ক (পুলিশ সুপার) ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজার। এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়কের সহধর্মিনী মিসেস রেহানা ফেরদৌসী, সহ-অধিনায়ক মোঃ শরিফুল ইসলাম, বি কিউ এম (সহকারি পুলিশ সুপার) মো: নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার মোঃ লিয়াকত হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় জনাব মোঃ নাইমুল হক , অধিনায়ক(পুলিশ সুপার) ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজার তার বক্তব্যে বলেন “অসহায় এবং দু:স্থদের সাথে বাংলাদেশ পুলিশ সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে । তিনি উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং বিধি মোতাবেক মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে সকলকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতার মনোভাব প্রদর্শন করার ও আহ্বান জানান তিনি। করোনার কারণে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি তাদের প্রতি সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।