17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনাভান্ডারিয়ার কাটাখালী ব্রীজের ডুবন্ত পাইলিং পিলারের ধাক্কায় বালু বোঝাই ট্রলার ডুবি।

ভান্ডারিয়ার কাটাখালী ব্রীজের ডুবন্ত পাইলিং পিলারের ধাক্কায় বালু বোঝাই ট্রলার ডুবি।

মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার বড় কানুয়া গ্রামের নবনির্মিত কাটাখালি ব্রীজের ডুবন্ত পাইলিং পিলারের ধাক্কায় আজ দুপুরে আল্লাহ ভরসা নামের একটি বালু বোঝাই ট্রলারের তলা ফেটে ডুবে যায়। ট্রলারটি রাস্তার কাজের জন্য চরখালী থেকে লোকাল বালি নিয়ে যাচ্ছিল।
ট্রলারের সুকানি আনোয়ার জানান ব্রীজের পাইলিং পিলারগুলো জোয়ারের পানিতে ডুবে থাকার কারনে না দেখায় ট্রলারের নিচে আঘাত লেগে প্রায় ৪/৫ফুট ফেটে পানি উঠে ডুবে যায়। ট্রলারের মালিক সেলিম হাওলাদার জানায় ট্রলার উত্তোলন ও ডকইয়ার্ডে নিয়ে গিয়ে ট্রলার মেরামত করতে আনুমানিক দুই লক্ষ টাকা খরচ হইবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীর মাঝে ডুবে থাকা থাকা পাইলিং এর পিলারগুলো উত্তোলনের দাবী জানান।

Most Popular

Recent Comments