15.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeমৌলভীবাজারশ্রেষ্ঠ ওসি হলেন কুলাউড়ার বিনয় ভূষণ রায়।

শ্রেষ্ঠ ওসি হলেন কুলাউড়ার বিনয় ভূষণ রায়।

আকাশ আহমেদ::

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন কুলাউড়ার বিনয় ভূষণ রায়।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাত থেকে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট নিলেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়।
সোমবার (৭ জুন) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয় তাকে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা যায়, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয় তাঁকে।
ওসি বিনয় ভূষণ রায় বলেন, এলাকার শান্তি ও আইন শৃঙ্লা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো। আমাকে উৎসাহিত করার জন্য পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞ।

Most Popular

Recent Comments