শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ার বাশাইল হাটে ইসলামী এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে। ১৪ জুন২০২১ সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল হাটে ইসলামি ব্যাংক টরকী শাখার ম্যানেজার (অপারেশন) আসাদুজ্জামানের সভাপতিত্বে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্ধোধনী সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইদুল সরদার, রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আফজাল হোসেন,
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিদিন শিক্ষা পত্রিকার প্রকাশক বি এম মনির হোসেন, বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান মৃধা,
সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ফকরুল ইসলাম হাওলাদার, মসজিদের ইমাম ও স্হানীয় লোকজন সহ অনেকে। দোয়া-ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। মেসার্স ইনসাফ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ইসলামী এজেন্ট ব্যাংকিং কেন্দ্র পরিচালনার দ্বায়িত্বে রয়েছে।