17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeমৃতসমুদ্র সৈকতে যুবকের লাশ

সমুদ্র সৈকতে যুবকের লাশ

আবুল হোসেন রাজু, কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে নিজাম (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন সমুদ্র থেকে বৃহস্পতিবার(২৪ জুন) ১ টায় মরদেহ উদ্ধার করা হয়। নিজাম পশ্চিম মুসল্লীয়াবাদ গ্রামের ভ্যান চালক জয়নাল খার ছেলে।

স্থানীয় লোকজন দেখতে পেয়ে ট‍্যুরিস্ট পুলিশকে অবহিত করে তারা এসে লাশ উদ্ধার করে। মহিপুর থানা পুলিশকে কাছে হস্তান্তর করেন।

চাচা আয়নাল খা জানান, বিগত অনেক বছর পর্যন্ত ঢাকায় থাকতেন। একমাস হয় বাড়িতে আসেন। বর্তমানে আলিপুর চৌরাস্তায় ঘর ভাড়া নিয়ে থাকেন।তার বাবা ভ্যান চালিয়ে কোনমতে সংসার চালান। তার ধারণা সাঁতার জানতোনা গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এবং পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে কিভাবে মারা গিয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Most Popular

Recent Comments