22.4 C
Bangladesh
Thursday, November 21, 2024
spot_imgspot_img
Homeঅনিয়মফেনীর সোনাগাজীতে লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন - ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

ফেনীর সোনাগাজীতে লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন – ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

আবদুল্লাহ আল মামুন :
ফেনীর সোনাগাজীতে কঠোর লকডাউন অমান্য করে আয়োজিত বিয়ে বাড়িতে সেনা সদস্যদের নিয়ে হঠাৎ উপস্থিত হোন এসিল্যান্ড। তাদেরকে দেখেই বরযাত্রীসহ আগত অতিথিরা দিক-বিদিক ছুটোছুটি শুরু করে। অনেকেই আশপাশের বাড়ি-ঘরে পালিয়ে যান। রবিবার (৪ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সফরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

লকডাউন বিধি ভঙ্গ করে বিয়ের আনুষ্ঠানিকতা করার খবর পেয়ে বিয়ে বাড়ীতে ছুটে যান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান জহুরুল আলম জহির সহ সেনাবাহিনীর সদস্যরা।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর- কনে উভয় পক্ষের অভিভাবকের পাঁচ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকান্ডে সম্পৃক্ত হবেনা মর্মে মুচলেকা আদায় করা হয়।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Most Popular

Recent Comments