19 C
Bangladesh
Monday, November 18, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনাবিষধর সাপের ছোবলে এক মহিলার মৃত্যু।

বিষধর সাপের ছোবলে এক মহিলার মৃত্যু।

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে সিদ্দিকা (৩৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে বিষাক্ত সাপের কামড়ে খোতেজা (৬৫) নামে এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত সিদ্দিকা উপজেলার খঞ্জনপুর (রামরামপুর) গ্রামের হাসমত আলীর স্ত্রী ও আহত খোতেজা উপজেলা কোচকুড়িলিয়া গ্রামের মৃত মহিউদ্দীনের স্ত্রী বলে জানা গেছে।

খাদিজার পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাদিজা তার নিজ শয়নঘরে বাচ্চাদের নিয়ে শুয়ে ছিলেন। এমন সময় তার বাম হাতের আঙ্গুলে সাপ ছোবল দিয়ে পালিয়ে যায়। যার ফলে সাপটিকে দেখতে পায়নি সিদ্দিকা। এসময় সে চিৎকার-চেঁচামেচি শুরু করে।

পরে তার পরিবারের লোকজন স্থানীয় বেশ কয়েকজন ওঝার নিকট ঝাঁড়ফুক করে। এভাবে ক্রমান্বয়ে সারারাত ওঝাঁ দিয়ে ঝাড়ফুঁক চালাতেই থাকে। পরে রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

অপরদিকে ওই রাতে উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের খোতেজাকে সাপে ছোবল দিলে রাত ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালে প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদানের পর রোগীর অবস্থা কিছুটা খারাপ হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে বলে জানান কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল মালেক।

Most Popular

Recent Comments