21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeফেনীদাগনভূঞায় ভূমিহীনদের ঘর পরিদর্শন করলেন ইউএনও

দাগনভূঞায় ভূমিহীনদের ঘর পরিদর্শন করলেন ইউএনও


আবদুল্লাহ আল মামুন :
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো শনিবার (১০ জুলাই) পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর নবী।

নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া জানান, পরিদর্শনকালে উপকারভোগীদের সাথে কথা বলে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়া হয়। আমরা আমাদের সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে নির্মাণ করে এ ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপকারভোগীদের নিকট হস্তান্তর করেছি। এখনো যেসকল ঘরের কাজ চলমান রয়েছে তাতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।

Most Popular

Recent Comments