17.7 C
Bangladesh
Thursday, January 2, 2025
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁ ও জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ১১জুয়াড়ি ও ৫ মাদকসেবী আটক

নওগাঁ ও জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ১১জুয়াড়ি ও ৫ মাদকসেবী আটক

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ ও জয়পুরহাটের কয়েক জায়গায় অভিযান চালিয়ে এগারো জন জুয়াড়ি ও পাঁচজন মাদক কারবারি ও মাদক সেবনকারীকে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫।

১১ জুলাই,শনিবার দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির জানান।
তিনি বলেন, নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুরে জুয়ার আসর বসার খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

এরা হলেন- জাহানপুর কলোনীপাড়া এলাকার ইলিয়াছ মন্ডল (৩৮), নানাইচ গ্রামের লুৎফর রহমান (৪৫), উত্তর চকযদু গ্রামের খোকন সিদ্দিকী (৫২), পশ্চিম জাহানপুর গ্রামের শাহজাহান আলী (৪৬), শুলপী বাজারের বাসুদেব চন্দ্র পাল (৫২), কোকিল (মৌলভীপাড়া) গ্রামের রতন হোসেন (২৬), হরিতকি ডাঙ্গাপাড়া গ্রামের শাহজাহান আলী (৩১), মাসুদ রানা (৪০), সাইদুল ইসলাম (৩০), রুপ নারায়নপুর গ্রামের রতন মাঝি (৩৫) ও দেলোয়ার হোসেন (৩৫)।

র‌্যাবের এই ক্যম্পের স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, রাত ১০টার দিকে জয়পুরহাট জেলার সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদ এলাকা এবং জয়পুরহাট পৌর শহরের ডাক বাংলো লিংক রোডের রেল লাইন এলাকা থেকে ৫ জন মাদকসেবীকে আটক করেন তারা।
এরা হলেন- সদর উপজেলার দোগাছী গ্রামের আনোয়ার হোসেন (৫০), জব্বার মন্ডলপাড়া গ্রামের সাজিদ আহমেদ (২১), গুয়াবাড়ীঘাট ঘোনাপাড়া গ্রামের ওয়াদুদ খান (৩৫), গাওরাইল গ্রামের চৈতন্য এক্কার (২৯) এবং গৌরিপাড়া গ্রামের গীরেন রবিদাস (৫০)।

আটক ১৬ জনকে আজ ১১ জুলাই,রোবরার ভোরে জয়পুরহাট সদর ও নওগাঁর ধামুইরহাট থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

Most Popular

Recent Comments