আবদুল্লাহ আল মামুন :
করোনাভাইরাস মহামারিতে দাগনভূঞার সন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রেসি ফ্যাশন এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে.এম নূরুল আফছারের অর্থায়নে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫টি বড় অক্সিজেন সিলিন্ডার পেল। এ নিয়ে কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ টিতে। শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রেসি ফ্যাশন এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে.এম নূরুল আফছার ফারুক, উপজেলার করিম উল্যাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আলমগীর, ডাঃ জুলফিকার হাসান বাপ্পী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ৫৮ টি ৯.৮ Cu mm অক্সিজেন সিলিন্ডার এর মাধ্যমে সেবা দেয়া সত্ত্বেও প্রতিদিনই অক্সিজেন রিফিল করতে হচ্ছে। এমতাবস্থায় অক্সিজেন সরবরাহ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে আরও অনেকগুলো বড় সিলিন্ডার প্রয়োজন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস মহামারিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অক্সিজেনের সংকট হবে না। এখন স্বাস্থ্য কমপ্লেক্সে যতবেশি সম্ভব অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন।