21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনানওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় এক পাগলি নিহত

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় এক পাগলি নিহত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পাগলির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মান্দার ভোলাবাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ( ২ অগাস্ট ) রাত সাড়ে ৯ টার দিকে ভোলাবাজার এলাকায় বেখেয়ালীভাবে নওগাঁ -রাজশাহী মহাসড়ক পারাপার হচ্ছিলেন ওই পাগলি। এসময় একটি চলন্ত মাইক্রোর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের লাশ উদ্ধারে মান্দার ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম জানা যায়নি।

Most Popular

Recent Comments