মোঃ তারিকুল ইসলাম,ববি প্রতিনিধি
অনলাইন কিংবা সশরীরে যেভাবেই হোক পরীক্ষা দিতে চায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। সম্প্রতি সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি আদায়ে সোচ্চার হয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেখানে,অনলাইনে পরীক্ষা নিতে শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন সেখানে পিছিয়ে থাকবে-সে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা । বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা প্রগতি ২৪ নিউজকে বলেন, করোনাকালীন সময়ে আমরা জীবন নিয়ে সঙ্কায় আছি কিন্তু তারচেয়ে বেশি সঙ্কিত আমরা সেশনজটের ভয়বহ পরিনতির কথা ভেবে।আমরা যেখানে পরিবারের হাল ধরবো সেখানে পরিবারের বোঝা হয়ে থাকতে হবে। গার্মেন্টস খুলে দিতে পারলে আমাদের বিশ্ববিদ্যালয় কেনো স্বাস্থ্যবিধি মেনে সশরীরের পরীক্ষা নিতে পারবেনা।
তাই,বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে সাধারন শিক্ষার্থীরা বলেছেন, অন্তত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অচিরেই সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক।এতে করে শিক্ষার্থীরা অন্ততো একটা অভিশাপ থেকে মুক্ত হতে পারবে।