26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগনওগাঁর রাণীনগরে একটু বৃষ্টিতেই রাস্তা হয়ে যায় খানাখন্দে ভরা পুকুর

নওগাঁর রাণীনগরে একটু বৃষ্টিতেই রাস্তা হয়ে যায় খানাখন্দে ভরা পুকুর

মুজাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার রাণীনগর উপজেলা সদরে একপশলা বৃষ্টিতেই খানাখন্দে ভরা পাকা সড়কে পানি কাদায় একাকার হয়ে যায়। এই সড়কটি দেখে মনে হবে এ যেন সড়ক নয় ছোট ছোট পুকুর। প্রতিনিয়ত ভোগান্তি শিকার হচ্ছে এসব সড়কে চলাচলরত স্কুল কলেজ-মাদরাসা শিক্ষার্থী ও জনসাধারণ। প্রতিনিয়ত ঘটছে ছোট ছোট দুর্ঘটনা। সড়কগুলোর বেহাল দশার কারণে পায়ে হেঁটে চলাচলের সময় ছোট-বড় গাড়ির চাকায় পানি-কাদা ছিটে পথচারীদের কাপড় নষ্ট হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। এ যেন নিয়মে পরিণত হয়েছে।

পথচারীদের অনেকে জানান, উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টি নামলেই পায়ে হেঁটে আর চলাচল করা যায় না। সড়কের পাশ দিয়ে চলতে গেলে গাড়ির চাকার পানি কাদা ছিটকে কাপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘদিনের এই দুর্ভোগ যেন রাণীনগরবাসীর পিছু ছাড়ছে না।
সংশ্লিষ্টদের প্রতি দাবি সড়কগুলো তাড়াতাড়ি মেরামত করে জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করা হোক।

রাণীনগর উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, সদরের প্রতিটি সড়ক সংস্কার কাজের জন্য ইতিমধ্যে আমরা কাগজপত্র তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠিয়েছি। অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে এই সড়কগুলোর কাজ সম্পন্ন করা হবে।

Most Popular

Recent Comments