17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeজাতীয় শোক দিবসভাণ্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ

ভাণ্ডারিয়ায় জাতীয় শোক দিবস পালিত ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রাশাসন, আওয়ামীলীগ, জাতীয় পার্টি জেপি, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মোনজাতের আয়োজন করা হয়। উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর খসরুর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ম আহাবায়ক আল আমিন সরদার প্রমূখ। এদিকে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কতৃক এ দিবস উপলক্ষে দুই সহস্রাধিক অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করেন এ সময় ফাউন্ডেশনের পক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সিমা রানী ধরসহ অন্যান্য অফিসার বৃন্দ।

Most Popular

Recent Comments