17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসেমিনারহুসাইনী চেতনায় উদ্ধুদ্ধ হয়ে আহলে বায়তের মহব্বত নিয়ে জান্নাতে যেতে চাই -...

হুসাইনী চেতনায় উদ্ধুদ্ধ হয়ে আহলে বায়তের মহব্বত নিয়ে জান্নাতে যেতে চাই – মুফতি মাওলানা আব্দুল লতিফ।

আকাশ আহমেদ:: বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কুলাউড়া পৌর কতৃক আয়োজিত ”’শুহাদায়ে কারবালা”
ইসলামী চেতনার বাতিঘর শীর্ষক সেমিনার সফল ভাবে সম্পন্ন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকার কুলাউড়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে সেমিনারটি অনুষ্ঠিত হয়, সেমিনারে আব্দুল মুবিন জিহাদীর সভাপতিত্বে ও আব্দুস সামাদ এর সঞ্চালনায়, পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন সারওয়ার জাহান রাজু
হামদে বারি তা,আলা পরিবেশন করেন দুরুদ আহমদ।
প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন, ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব,
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক জনাব খন্দকার অজিউর রহমান আসাদ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক জনাব এম আতিকুর রহমান আখই সাহেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মূফতি হাবিবুর রহমান হাসানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মখলিছুর রহমান সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবাদুর রহমান, উপস্থিত ছিলেন বাবলু আহমদ, উপস্থিত ছিলেন সাংবাদিক আকাশ আহমেদ, পৌর তালামিযের সহ সভাপতি জামিল আহমদ জুয়েল, কামরান আহমদ, উপস্থিত ছিলেন, ভুকশিমইল ইউপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, আলমগীর হোসেন,
পৌর তালামিযের দায়িত্বশীল,
মাজহারুল ইসলাম মাজেদ, শরীফুল ইসলাম, ইমন আহমদ, রোজন আহমদ,সুলেমান আহমদ, ফুয়াদ আহমদ, দুরুদ আহমদ প্রমুখ।

Most Popular

Recent Comments