বাবা-
বাবা যেন এক ছায়াময় মহা ছত্রি,
ঝঞ্ঝানিল হারক বিশাল বক্ষ অদ্রি।
বাবা যেন এক মহাপ্রাণ মহিরুহ,
অরি সংহারক দুর্ভেদ্য মহাব্যূহ।
বাবা যেন চির সংগ্রামী এক নাম,
শঙ্কাবিহীন সুনির্মল শরণ ধাম।
বাবা যেন চির সংযমী সুর পুত্র,
চিরত্যাগী সদা নির্মোহ পূত পবিত্র।
বিধাতার পরে বাবা তুমি মহা পূজ্য,
তব আসন মম হৃদয়ে সদা সজ্জ।
খোদার পরে যদি কেউ পেত সিজদা,
সে হতে তুমি পিতা সুমহান মর্যাদা।
তোমার মাঝে প্রভু বিরাজে হৃদরন্ধ্রে,
সেবিলে তোমা তুষিত প্রভু মহানন্দে।
এ,এইচ,এম ইমরানুর রহমান।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।