17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমাদকনওগাঁয় র‍্যাবের অভিযানে ছয়জন ভয়ংকর মাদকসেবী গ্রেফতার

নওগাঁয় র‍্যাবের অভিযানে ছয়জন ভয়ংকর মাদকসেবী গ্রেফতার

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁ জেলার ধামইরহাট থেকে ছয়জন ভয়ংকর মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
৪ সেপ্টেম্বর,শনিবার দুপুর দু’টায় ধামইরহাট উপজেলার বনিহারি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ধামইরহাট উপজেলার শিশু গ্রামের মৃত দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮), মোজাফফর হোসেনের ছেলে সাজু খন্দকার (৩১), ভাতগ্রামের আব্দুস সামাদের ছেলে শামিম রেজা (২২), বনিহারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হারুন-অর-রশিদ (৩৫), কুমরইল গ্রামের চন্দ্র তিগ্যার ছেলে রুপচান তিগ্যা (২৫) এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৬)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন করছে এমন অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বলেন, র‌্যাব-৫ বাদী হয়ে ধামইরহাট থানায় ছয় মাদকসেবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামিদের ৬ সেপ্টেম্বর, রবিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হবে।

Most Popular

Recent Comments