17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeঅনুষ্ঠানপিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ ফেরদৌস মোল্লা
পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে আজ (২৬ সেপ্টেম্বর) পিরোজপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা পুলিশ সুপার, পিরোজপুর।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা,স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, মাদকের পরিনাম, জনগণের সেবা প্রদান, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পিরোজপুর।

এ সময় থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পিরোজপুর, মোহাম্মদ ইব্রাহীম , অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল), মোঃ রিয়াজ হোসেন পিপিএম (নেছারবাদ সার্কেল) সহকারী পুলিশ সুপার পিরোজপুর সহ পিরোজপুর জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments