24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদিবসনওগাঁর ধামুইরহাটে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁর ধামুইরহাটে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন , জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর ধামইরহাটে বিশ্ব নদী দিবস ২০২১ উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আত্রাই নদীর শিমুলতলী নামক ব্রিজের উপরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধীক সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক পরিবেশবিদ মো. আলমগীর কবির, গ্রীন ভয়েসের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. রায়হান পারভেজ, নওগাঁ জেলা সমন্বয়ক মো. ফারুক হোসেন সবুজ, সোনালী স্বপ্ন সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আসাদুর রহমান, নেত্রকোনা জেলা সমন্বয়ক মো. বাব্বী রাহীম রিপন, নওগাঁ জেলা শাখার প্রতিনিধি মো. রেজা আহমেদ, কোষাধ্যক্ষ আবু ফিরোজ, প্রচার সম্পাদক মো. আরিফুর রহমান, শিক্ষার্থী রোমানা আক্তার, শারমিন ইতি, রোবায়েত আহমেদ, মারুফুর রহমান, মাহফুজ আহমেদ, মোরসালিন লিমন, জিল্লুর রহমান, ওবায়দুল হক, আরাফাত সাগর, আকরাম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা নদীর অবৈধ দখল-দূষণ এবং বালু মহাল ইজারা বন্ধ করাসহ নদীর নাব্যতা রক্ষার দাবি জানান।

Most Popular

Recent Comments