19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅভিযোগবদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে হিসাব বিবরনী সহ অন্যান্য তথ্য সরবরাহ না...

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে হিসাব বিবরনী সহ অন্যান্য তথ্য সরবরাহ না করার অভিযোগ

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলপনা
ইয়াসমিনের বিরুদ্ধে চাহিত তথ্যের মধ্যে কিছু তথ্য সরবরাহ করলেও
হিসাব বিবরনী, জাইকার প্রকল্প তথ্য সহ অন্যান্য চাহিত তথ্য সরবরাহ না
করার অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী। বীর মুক্তিযোদ্ধা
ওয়াজেদ আলী বলেন (১) ২০২০-২০২১ অর্থ বছরে এডিপি সাধারণ ও
বিশেষ এবং জাইকার অর্থায়নে উপজেলার ৮টি ইউনিয়নে যে সকল প্রকল্প
গ্রহন করে বাস্তবায়ন করা হয়েছে বা বাস্থবায়ন চলামান রয়েছে তার বরাদ্দ
সহ তালিকা, প্রাক্কলন, ঠিকাদারী প্রতিষ্ঠান ও তার স্বত্ত্বাধিকারীদের নাম,
ঠিকানা,/ প্রকল্প কমিটির নাম ঠিকানা, ও হিসাব বিবরনী, কাজ শুরু ও
সমাপ্তির তারিখ সহ সার্বিক তথ্যাবলী।(২) ২০/০৪/২০২১ ইং তারিখে
ভান্ডারপুর ,গোবরচাঁপাহাট সহ যে সকল হাটের দরপত্র দাখিল করা হয়েছিল।
সেই সকল দরদাতাদের নামে কত টাকার বিনিময়ে হাট ইজারা দেওয়া
হয়েছে। সেই সকল দরদাতাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা , ইজারা মূল্য, ইজারা
দেওয়ার তারিখ এবং প্রতিটি হাটের বিপরীতে কতটি দরপত্র বিক্রি করা
হয়েছিল ও যারা ক্রয় করেছিল তাদের নাম ঠিকানা, বিক্রির তারিখ সহ
সার্বিক তথ্যাবলী। (৩) ১৩/১০/২০১৯ ইং তারিখের পর হতে অদ্যাবধি
বদলগাছী উপজেলার এডিপি ও রাজস্ব তহবিল থেকে যে সকল প্রকল্প
বাস্তবায়নের জন্য যে সকল পত্রিকায় দরপত্র আহবান/ই- টেন্ডার বিজ্ঞাপন
দেওয়া হয়েছিল , সেই সকল প্রকাশিত পত্রিকার নাম ও প্রকাশিত অংশের
ফটোকপি, প্রকাশের তারিখ সহ সার্বিক তথ্যাবলি। (৪)১৪২৭ বঙ্গাব্দে
হাট বাজার ইজারালব্ধ আয়ের ১৫% ও ১০% অর্থ থেকে উপজেলার যে সকল
হাটে উন্নয়ন প্রকল্প গ্রহন, করে তা বাস্তবায়ন করা হয়েছে বা হচ্ছে
সেই সকল প্রকল্পের বরাদ্দ সহ তালিকা, প্রাক্কলন, প্রকল্প কমিটির নাম
ঠিকানা/ঠিকাদারী প্রতিষ্ঠান ও তার স্বত্ত্বাধিকারীদের নাম, ঠিকানা ওহিসাব বিবরনী, কাজ শুরু ও সমাপ্তির তারিখ সহ সার্বিক তথ্যাবলি
প্রাপ্তির জন্য ০২/০৫/২১ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার আলপনা
ইয়াসমিনের নিকট তথ্য অধিকার আইনের ‘ক’ ফরমে আবেদন করেন। কিন্তু
নির্বাহী অফিসার (৪) নং কলামের চাহিত তথ্যাদি না দিয়ে তা
চেয়ারম্যানদের নিকট থেকে নেওয়ার জন্য অনিয়মতান্ত্রিক পরামর্শ দিয়ে
পত্র দিয়ে তাকে অবগত করেন। নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন পত্র
দিয়ে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে অবগত করেন যে, ৫০৪ পাতার তথ্য
প্রাপ্তির জন্য ১০০৪ (এক হাজার চার ) টাকা সোনালী ব্যাংক, বদলগাছী
শাখায় চালান ফরমের মাধ্যমে ১৩৩০১০০০১১৮০৭ নং কোডে টাকা জমা
দিয়ে চালানের ফরম জমা দিয়ে উক্ত ৫০৪ পাতার তথ্য সংগ্রহ করতে বা
সরবরাহ নিতে বলেন বলে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন। এছাড়াও
তিনি জানান ০৫/০৮/২০২১ ইং তারিখে সোনালী ব্যাংক শাখা,
বদলগাছী উক্ত কোডে ১০০৪ (এক হাজার চার) টাকা জমা দিয়ে চালান
এক কপি নির্বাহী কর্মকর্তার সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দেন।
১২/০৯/২১ ইং তারিখে ৫০৪ পাতার তথ্য তাকে সরবরাহ করা হলেও জাইকার
চাহিত তথ্য এবং সরবরাহকৃত তথ্যে হিসাব বিবরনী সরবরাহ করেন নি
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। সংবিধানের প্রথম
অধ্যায় “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট ভাষা হবে বাংলা। এছাড়াও ১৯৮৭
সালে দেশের সর্বত্র বাংলা ভাষ প্রচলন আইন পাশ করা হয়। অথচ চাহিত
তথ্যে প্রাক্কলন বাংলা ভাষায় না দিয়ে ইংরেজি ভাষায়( ইস্টিমেট )নির্বাহী
অফিসার কর্তৃক সরবরাহ করায় সংবিধান ও আইন দুটিকে বৃদ্ধাঙ্গুলি
দেখিয়েছে নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলে বীর মুক্তিযোদ্ধা
ওয়াজেদ আলী ক্ষোভ প্রকাশ করে জানান।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সঙ্গে
মোবাইল ফোনে কথা বলে বাংলা ভাষায় প্রাক্কলন না দিয়ে ইংরেজি ভাষায়
ইস্টিমেট সরবরাহ করার বিষয়ে প্রশ্ন করলে তিনি বিষয়টি পাশ
কাটিয়ে, যে সকল তথ্য সরবরাহ করা হয়নি তা দ্রুত সরবরাহ করবেন বলে তিনি জানান।

Most Popular

Recent Comments