24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeলাশ উদ্ধারনওগাঁর ধামুইরহাটে অর্ধগলিত লাশ উদ্ধার

নওগাঁর ধামুইরহাটে অর্ধগলিত লাশ উদ্ধার

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলার ধামইরহাটে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ অক্টোবর,সোমবার সন্ধ্যার কিছু আগে তার নিজ বাড়ি থেকে হিরো (৪২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ।

লাশ উদ্ধারের ঘটনা সূত্রে জানা গেছে,ধামইরহাট পৌরসভার আমাইতাড়া সরকারি মৎস্য হ্যাচারীর পশ্চিম পাশের বাসিন্দা হুমায়ুন পারভেজ হিরো (৪২) কে বেশ কয়েক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুজতে থাকে তার পরিবারের লোকজন। এরই মধ্যে হিরোর বাড়ী থেকে দুর্গদ্ধ বেড়িয়ে আসতে থাকে।

বিষয়টি স্থানীয় লোকজন ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তাকে খবর দিলে তিনি বিষয়টি থানায় অবহিত করেন। থানা পুলিশ আজ সোমবার সন্ধ্যার আগ মুর্হুতে ঘটনাস্থলে গিয়ে হিরোর বাড়ীর প্রধান গেট শাবল দিয়ে ভেঙ্গে বাড়ীতে প্রবেশ করে।
বাথরুমের দরজা ভেঙ্গে হিরোর লাশ উপুর হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার দুই স্ত্রী ও এক ছেলে থাকলেও বেশ কিছু দিন ধরে সে বাসায় একাই থাকতো। হুমায়ুন কবির হিরো আমাইতাড়া মহল্লার মৃত ডা.শাহাজাহান আলীর ছেলে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)কে,এম রাকিবুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সবেমাত্র থানায় নিয়েছে। কী কারণে হিরোর এমন পরিণতি তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বের করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular

Recent Comments