বশির আহাম্মদ রুবেল চট্রগ্রাম
নগরীর হালিশহর এল ব্লক, মহাম্মদীয়া এতিমখানা ও মাদ্রাসায় দ্যা এসোসিয়েশন অফ এলাইন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর আয়োজনে এতিম শিশুদের মাঝে ড্রাই ফুড বিতরন কালে একথা বলেন,ফাউন্ডার এন্ড চাটার গর্ভারনর এলাইন্স ডিস্ট্রিক্ট ১০২৪ লায়স মোঃ জাফর উল্লাহ।তিনি আরো বলেন, আমি মাদ্রাসা শিক্ষকদের একটা অনুরোধ করছি, আপনারা ছাত্রদের সঠিক ইসলামের শিক্ষা দিন,ছাত্রদের উদ্দেশ্য বলেন, তোমার শিক্ষকদের কথা শোনবে এবং ইসলামের ইতিহাস ঐতিহ্য গুলো হারিয়ে যাচ্ছে যা সঠিক শিক্ষা ও নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে। তাই তোমাদের ভালভাবে শিক্ষা গ্রহন করতে হবে।বিশেষ অতিথি এস,এম আজিজ বলেন, যারা কুরআন শিখে তারা দুনিয়া ও আখিরাত সম্রিদ্ব করল। পরকালে যদি জান্নাত পেতে চান তবে র্ধমীয় শিক্ষার বিকল্প নেই,তিনি আরো বলেন সমাজের উচ্চবর্গের মানুষ গুলো যদি একটু সহায়তার হাত বাডিয়ে দেয় তবে এই অসহায় শিশুরা অবহেলিত থাকবেনা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইঞ্জিনিয়ার আরাফাত উল্লাহ চৌধুরী আপেল বলেন,আপনারা যেখানে আছেন সেটা অনেক মহত্তম জায়গা, আপনারা কুরআন শিখে কুরআনের আলোকে সমাজকে আলোকিত করুণ।আনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ কামাল উদ্দিন, তারেক মাহমুদ লেলিন ও এলাকার গুণী জন।পরে মাদ্রাসার উন্নায়ন ও সকল মুসলিম উম্মতের কল্যাণে দোয়া করা হয়।