17.7 C
Bangladesh
Thursday, January 2, 2025
spot_imgspot_img
Homeশুভ জন্মদিনশেখ রাসেলের জন্মদিনে দাগনভূঞায় তালের চারা রোপণ

শেখ রাসেলের জন্মদিনে দাগনভূঞায় তালের চারা রোপণ

আবদুল্লাহ আল মামুন:
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এ স্লোগানকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদ্রাসা ও বাতশিরী উচ্চ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এ চারা রোপণ করে। বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশেও চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য রফিকুল ইসলাম লাভলু, অধ্যক্ষ মোবারক হোসেন,বাতশিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল স্বপন, স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Most Popular

Recent Comments