22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়ফেনীর দাগনভূঞায় ২৫তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

ফেনীর দাগনভূঞায় ২৫তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

আবদুল্লাহ আল মামুন:
সারা দেশের ন্যায় ফেনীর দাগনভূঞা উপজেলায় ২৫তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্থানীয় আতাতুর্ক সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে চিকিৎসক কার্যক্রম’ এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার (৩০ অক্টোবর) থেকে আগামী (৫ নভেম্বর) দাগনভূঞা উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পালিত হচ্ছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল ৫০০ মিগ্রা) ভরাপেটে সেবন করানো হবে। ৯০ হাজার ১শ এর বেশী উপজেলার শিশু শিক্ষার্থীকে এ কৃমিনাশক ওষুধ সেবন করানো হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, কৃমিনাশক ওষুধটি নিরাপদ। এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সাহায্য করে।

Most Popular

Recent Comments