আবুল হোসেন রাজু
কুয়াকাটা( পটুয়াখালী) প্রতিনিধিঃ-
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটায় ৬-৭ নভেম্বর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল ৯ টায় আবাসিক হোটেল কুয়াকাটা ইন এর হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। দুই দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ। এছাড়াও অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, প্রতিনিধি জাহিদ হাসান, প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান মাসুম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি লেকচারার প্রশিক্ষক শীলামনি হাফসা, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমূখ। এ প্রশিক্ষণে ৬০জন ট্যুর অপারেটর অংশ গ্রহন করে।
প্রশিক্ষণ কর্মশালায় ট্যুর অপারেটরদের, আচরণবিধি, অভ্যন্তরীন ও আন্তর্জাতিক প্যাকেজ ট্যুর সম্পর্কে ধারণা,নবীন ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধি সহ ট্যুরিজম প্রডাক্ট বিষয়ে ধারণা দেয়া হয। ####
আবুল হোসেন রাজু,
কুয়াকাটা প্রতিনিধি।