28.5 C
Bangladesh
Friday, November 15, 2024
spot_imgspot_img
Homeসভাসার্কের দিনব্যাপী মানব অধিকার প্রশিক্ষণ কর্মশালা

সার্কের দিনব্যাপী মানব অধিকার প্রশিক্ষণ কর্মশালা

বশির আহমেদ রুবেল চট্টগ্রাম প্রতিনিধি

একজন প্রশিক্ষিত কর্মী পারে সমাজের পরিবর্তন আনতে, যে কোনো কর্মসূচি বাস্তবায়নে কর্মসূচি সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতা, কাজের সঠিক ফলাফল নির্ধারণ করতে সক্ষম।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দক্ষ মানবাধিকার কর্মী সৃষ্টির লক্ষ্যে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ১৩ নভেম্বর শনিবার দিনব্যাপী চট্টগ্রাম আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।দুই পর্বে অনুষ্ঠেয় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন দি চিটাগং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মাহবুবুল আলম,মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ও কলামিষ্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

দক্ষ মানবাধিকার কর্মী তৈরিতে এতে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃকামাল উদ্দিন,চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোঃ ওমর ফারুক। এ সময় প্রশিক্ষক ও বক্তারা মানবাধিকার রক্ষার গুরুত্বারোপ করে বলেন,
প্রকৃতপক্ষে মানবাধিকার বিষয়ে পরিষ্কার ধারণা পেতে হলে সব মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি সামাজিক ও আর্থ-সামাজিক অধিকারগুলো সুরক্ষিত হতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক গুণাবলির উন্নয়ন, অপরের মত, চিন্তা, বাকস্বাধীনতা ও অন্যের মতামতের প্রতি সম্মান প্রদর্শন ও মর্যাদা প্রতিষ্ঠিত না হলে সমাজে মানবাধিকার সুরক্ষিত বলা যাবে না।

কর্মশালার ২য় পর্বের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো: শামসুল আলম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

Most Popular

Recent Comments