কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় সৈকতের
মটরবাইক চালকদের নিয়ে পর্যটক সেবায় সচেতনতামুলক মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈকতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সৈকতের
মটরবাইক চালক ও বাইক ট্যুর গাইডদের পর্যটকদের সাথে আচরণবিধি, সেবার
মান সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এসময় সৈকতের ৩ শতাধিক মটরবাইক
চালকদের মাঝে নম্বর সংযুক্ত টি শার্ট বিতরণ করা হয়।
জাতীয় শ্রমিক লীগ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মোঃ আব্বাস কাজীর
সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের
সিনিয়র সহকারী পুলিশ সুপার আঃ খালেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট
পুলিশের ইনেস্পক্টর মোঃ হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক
সাধারণ সম্পাদক ও ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা(টোয়াক)
সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু, মহিপুর থানার এ এস আই মোঃ
সোলায়মান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক
মোঃ হাবিবুর রহমান।