24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ৫ আসামী গ্রেফতার

মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত ৫ আসামী গ্রেফতার

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মেয়াদের ৫ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়েরের নির্দেশক্রমে এএসআই ইব্রাহিম, এএসআই জসিম ও এএসআই বাইজিতের নেতৃত্বে মহিপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি মহিপুরের বিপিনপুর গ্রামের বাবুল চৌকিদার, আলিপুর গ্রামের রাজু,১ বছরের সাজাপ্রাপ্ত ধুলাসারের জাহিদুল মৃধা,এবং প্রতারণার মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গোড়াআমখোলা পাড়া গ্রামের কাশেম রাড়ি ও ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি খাজুড়া গ্রামের আলাউদ্দিন সরদারকে গ্রেফতার করা হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো পরবর্তীতে সফল অভিযান পরিচালনা করে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments