17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeঅনুদানফেনী সমিতি ঢাকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফেনী সমিতি ঢাকার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
ফেনী সমিতি ঢাকার উদ্যোগে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী সমিতি ঢাকার সভাপতি শেখ আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বিকম, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞা, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজি বুলবুল আহমেদ সোহাগ, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশীদ, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সী, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন ফেনী সমিতি ঢাকার কার্যকরি সদস্য কাজী ফারুক, সহ-সভাপতি জহিরুল হক রতন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল জাহিদ, দপ্তর সম্পাদক গোলাম আজাদ বুলবুল, সহ-দপ্তর কাজী সেলিম ও মহিলা বিষয়ক সম্পাদিকা হোমায়রা আফরিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
অনুষ্ঠানে দুই হাজার পাঁচ শতাধিক কম্বল জেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন এর জনপ্রতিনিধিদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
ফেনী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম জানান – এই কর্মসূচির আওতায় ফেনীর বিভিন্ন এলাকায় দুই হাজার পাঁচশত শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হবে।

Most Popular

Recent Comments