21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
HomeUncategorizedকুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি :

কুয়াকাটার ফাঁসিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ বয়াতি মারা গেছেন।

রবিবার বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নে ফাঁসিপাড়া গ্রামে আজ আছর নামাজ বাদ রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহীদুল হকের উপস্থিতিতে মহিপুর থানার ওসি মোঃ খায়ের কাওছারের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।

এসময় কলাপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স
হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মৃত্যুকালে
স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Most Popular

Recent Comments