26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়করোনায় দেশে ৫৩ জন চিকিৎসকের মৃত্

করোনায় দেশে ৫৩ জন চিকিৎসকের মৃত্

দেশে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৫৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন চিকিৎসক।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এই আড়াই মাসে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬২১ জন। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ জন এবং করোনার উপর্সগ নিয়ে ৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে মোট ১ হাজার ২১৩ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। ১ হাজার ৭৪৩ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসক মারা যায় ১৫ এপ্রিল।

বিএমএ’র তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা জেলার চিকিৎসকেরা। এই জেলায় গতকাল পর্যন্ত ৫৯৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ জন চিকিৎসক।

Most Popular

Recent Comments