●প্রগতি ডেস্কঃ
● অাইইডিসিঅার এর তথ্য অনুযায়ী পটুয়াখালীতে অারও ৫জন করোনা ভাইরাসে অাক্রান্ত এমনই তথ্য নিশ্চিত করেছে পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়।
●অাক্রান্তদের মধ্যে একজন নারী (বয়স২৪)।অপর চারজনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। সকলেই পটুয়াখালী সদর উপজেলার।
● বিশ্বসূত্রে জানা যায় পটুয়াখালীর পাশের উপজেলা মির্জাগঞ্জে করোনা উপসর্গ পাওয়ায় ইতিমধ্যে লকডাউন ঘোষনা করা হয়েছে।কাউকে বের হতে দেওয়া হচ্ছেনা বাড়ির বাইরে।
●এই নিয়ে পটুয়াখালীতে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে অাক্রান্ত ২৫৫ জন এবং মারা গেছেন ১৫ জন ও সুস্থ হয়েছে ৫২ জন।এছাড়া পূর্ব থেকেই পটুয়াখালী রেড জোনের অন্তর্ভুক্ত।
●করোনার শুরুলগ্ন থেকেই পটুয়ালীতে দিন দিন অাক্রান্তের সংখ্যা বাড়ছে।
●এছাড়া জানা যায় লকডাউন মানছেনা কুয়াকাটাবাসী।দিন দিন বেড়েই চলেছে কোলাহল।