26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতনওগাঁয় পুলিশের পৃথক অভিযানে দু'জন গ্রেফতার

নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে দু’জন গ্রেফতার

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি,নওগাঁ

নওগাঁ জেলার রাণীনগরে রাণীনগর থানা পুলিশের পৃথক অভিযানে দুইজনকে গ্রেফাতার করা হয়েছে । আজ ২০ ফেব্রুয়ারি,রবিববার এবং গতকাল শনিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় একজনের নিকট থেকে সাত পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ জানান,শনিবার সন্ধ্যায় উপজেলার গোনা গ্রামের দিঘীর পার এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে তৌকির আহম্মেদ খোকনকে আটক করে। এসময় তার নিকট থেকে নেশা জাতীয় সাত পিস এ্যাম্পল উদ্ধার করে।
আটক খোকনের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে। খোকন এর আগেও এ্যাম্পলসহ আটক হয়েছিল।সে এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

অপর দিকে আজ রবিবার সকালে একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবু সাইদ (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি আবু সাইদ রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের জয়েব আলীর ছেলে।
দুইজনকেই আজ রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments