19 C
Bangladesh
Monday, December 30, 2024
spot_imgspot_img
Homeমেলাদাগনভূঞায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

দাগনভূঞায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল হাই মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক সহ সভাপতি আহমেদ হিমেল, উপজেলা ডেইরী ফারমার্স এসোসিয়েশনের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সহ সভাপতি আবু নাছের তুহিন প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিসম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
মেলায় ৩২টি স্টলে গবাদিপশুসহ বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি, কবুতর, খোরগোস ও পাখি প্রদর্শিত হয়।

Most Popular

Recent Comments