25.5 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeজাতীয়করোনায় সর্বোচ্চ শনাক্ত ৪,০১৯, মৃত্যু ৩৮ জনের

করোনায় সর্বোচ্চ শনাক্ত ৪,০১৯, মৃত্যু ৩৮ জনের

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১,৯২৬ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৪,০১৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১,৫৩,২৭৭ জন।

মৃত্যু হওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।

গত চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে হয়েছে ১৭,৯৪৭টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮,৩৬২টি।

এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮,০২,৬৯৭টি।

পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় আরো ৪,৩৩৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,৪৪২ জনে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ।

Most Popular

Recent Comments