26.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeশিক্ষাNTRCA সুপারিশকৃত ৭১ জন ডিগ্রি তৃতীয় শিক্ষক এমপিওভুক্তির আদেশ হলেও বাদ পড়েছে...

NTRCA সুপারিশকৃত ৭১ জন ডিগ্রি তৃতীয় শিক্ষক এমপিওভুক্তির আদেশ হলেও বাদ পড়েছে প্রায় শতাধিকঃ

মোঃ মিঠুন সেখ মিঠু//

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১ম ও ২য় নিয়োগ চক্রে সুপারিশ প্রাপ্ত হয়ে, বিভিন্ন বেসরকারি ডিগ্রি কলেজে তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েও সরকারি বেতন-ভাতা না পাওয়া ৭১ জন শিক্ষক এমপিও ভুক্ত হচ্ছেন। এমন একটি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অপর দিকে এনটিআরসিএ কর্তৃক ৩য় নিয়োগ চক্রে সুপারিশ প্রাপ্ত হয়ে বেসরকারি ডিগ্রি কলেজে প্রায় শতাধিক ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও তারা এই আদেশের বাইরে রয়েছে। সরকারি বিধি মোতাবেক একই প্রতিষ্ঠান(এনটিআরসিএ) কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয়ে কেউ পাবে, কেউ পাবেনা এ যেন এক দ্বৈত নীতির বৈষম্য ।
এদিকে এনটিআরসিএ কর্তৃক ৩য় চক্রে নিয়োগপ্রাপ্ত বাদ পড়া ডিগ্রি তৃতীয় শিক্ষকদের দাবি, কেউ পারে কেউ পাবেনা, তা হবেনা তা হবেনা। আমরা একই প্রক্রিয়ায় বৈধ ভাবে নিয়োগ পেয়েছি, তাই এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত সকল ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এক যোগে এমপিও পাওয়া উচিত। আশা করি মন্ত্রণালয় দ্রুত বিষয়টি বিবেচনা পূর্বক বাদ পড়া এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত তৃতীয় শিক্ষকদের এমপিও এর ব্যবস্থা করবেন।

Most Popular

Recent Comments